মুশফিকুর রহিমের সেই নাগীন ড্যান্স কিংবা অ্যাঞ্জেলো ম্যাথুসের টাইমড-আউট কাণ্ড—এশিয়ার ক্রিকেটে নতুন মাত্রা দিয়েছে বাংলাদেশ-শ্রীলঙ্কা ম্যাচে। ভারত-পাকিস্তানের দ্বৈরথ ছাপিয়ে আলোচনার টেবিলে বেশ ভালো রকম জায়গা করে নিয়েছে টাইগার-লায়নদের লড়াই। মঞ্চটা যদি কোনো বহুজাতিক টুর্নামেন্টের হয়, তাহলে সেই মাত্রা বেড়ে যায় আরও কয়েকগুণ। এমন অবস্থায় আগামীকাল শনিবার (১৩ সেপ্টেম্বর) এশিয়া কাপে মুখোমুখি হচ্ছে বাংলাদেশ-শ্রীলঙ্কা। ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় রাত সাড়ে ৮টায়। খেলাটি সরাসরি সম্প্রচার করবে নাগরিক টিভি ও টি-স্পোর্টস। অনলাইনে দেখা যাবে ট্যাপম্যাড ও টফি অ্যাপে। এশিয়া কাপে নিজেদের দ্বিতীয় ম্যাচ জিতে সুপার ফোরের লড়াইয়ে অবস্থান পাকা করার লক্ষ্য বাংলাদেশের সামনে। অন্যদিকে, এই ম্যাচ দিয়েই এশিয়া কাপের মিশন শুরু করবে শ্রীলঙ্কা। জয় দিয়ে টুর্নামেন্টের শুরু করতে চায় লঙ্কানরাও। বাংলাদেশের জন্য লক্ষ্যপূরণ যে সহজ হবে না, দুই দলের পরিসংখ্যান সেটাই বলছে।...