ব্যাটিংয়ে শুরুতেই ধাক্কা খেলেও সেটা সামনে নিয়ে পথচলা শুরু করে পাকিস্তান। কিন্তু শেষ দিকে আবারও দেখতে হলো ব্যাটিং ধস। সবমিলিয়ে বড় রানের আশা দেখালেও মাঝারি রানেই থেমেছে পাকিস্তান। আজ শুক্রবার (১২ সেপ্টেম্বর) এশিয়ান কাপে নিজেদের প্রথম ম্যাচে আগে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেট হারিয়ে ১৬০ রানের পুঁজি দাঁড় করিয়েছে পাকিস্তান। জয়ের জন্য ওমানের লক্ষ্য ১৬১ রান। ব্যাটিংয়ে নেমে শুরুতেই ধাক্কা খায় পাকিস্তান। কোনো রান না করেই ফিরে যান ওপেনার সাইম আইয়ুব। সেই ধাক্কা সামলে দ্বিতীয় উইকেট জুটিতে ৮৫ রান তোলেন শায়েবজাদা ফারহান আর মোহাম্মদ হারিস। ২৯ বলে ২৯ করা ফারহান ফিরলে ভাঙ্গে সেই জুটি। পরে বেশি দূর যেতে পারেননি হারিসও। ব্যক্তিগত হাফসেঞ্চুরি তুলে নিয়ে ফেরেন তিনি। এর আগে ৪৩ বলে খেলেন ৬৬ রানের ইনিংস। এরপর মোটামুটি ব্যাটিং...