জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (জাকসু) নির্বাচনে অব্যবস্থাপনা ও ফলাফল প্রকাশে অযথা বিলম্বের প্রতিবাদে রাজধানীতে বিক্ষোভ করেছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির। শুক্রবার (১২ সেপ্টেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টায় ঢাকা মহানগর পূর্ব শাখার উদ্যোগে বায়তুল মোকাররম উত্তর গেট থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়।পরে মিছিলটি জাতীয় প্রেসক্লাবের সামনে গিয়ে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়। সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন ছাত্রশিবিরের কেন্দ্রীয় দপ্তর সম্পাদক সিবগাতুল্লাহ। তিনি বলেন, ৯ সেপ্টেম্বর ডাকসু নির্বাচনের মাধ্যমে বাংলাদেশ নতুন করে গণতান্ত্রিক ধারায় প্রবেশ করেছে। ঢাবির শিক্ষার্থীরা জুলাই অভ্যুত্থানের চেতনা ধারণ করে যেসব প্রতিনিধিকে বিজয়ী করেছে, তারা শিক্ষার্থীদের জন্য কাজ করবে। একইভাবে আমরা আশা করেছিলাম জাকসুতেও অবাধ ও সুষ্ঠু নির্বাচন হবে। কিন্তু এখন প্রশাসন টালবাহানা শুরু করেছে। তিনি অভিযোগ করেন, ছাত্রদল বহিরাগতদের নিয়ে মিছিল-সমাবেশ করেছে। ইতোমধ্যে একজন বহিরাগত ছাত্রদল নেতাকে...