বিএনপির কেন্দ্রীয় নেতা ও সাবেক এমপি বীর মুক্তিযোদ্ধা হাসান উদ্দিন সরকার বলেছেন, মাদকমুক্ত সমাজ গড়তে লেখাপড়ার পাশাপাশি খেলাধুলাকে প্রাধান্য দিতে হবে। দেহ ও মন সুস্থ রাখতে নিয়মিত খেলাধুলা করতে হবে। শুক্রবার (১২ সেপ্টেম্বর) আসরের নামাজের পর টঙ্গী পাইলট স্কুল অ্যান্ড গার্লস কলেজ মাঠে আয়োজিত কিশোরি প্রীতি ফুটবল ম্যাচের অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। টঙ্গী পাইলট স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ মো. হারুন অর রশিদের সভাপতিত্বে এতে বিশেষ অতিথি ছিলেন- মহানগর বিএনপির সাবেক দপ্তর সম্পাদক আব্দুর রহিম খান কালা, প্রকাশনা বিষয়ক সম্পাদক আজিজুল হক রাজু মাস্টার, বিএনপি নেতা হাজী বাবর আলী, সরকার সাইফুল ইসলাম বিপ্লব, মহানগর যুবদল নেতা শেখ মোহাম্মদ সুমন, টঙ্গী পশ্চিম থানা তাঁতী দলের আহ্বায়ক সোহেল সিদ্দিকী, মৎস্যজীবী দলের কেন্দ্রীয় সদস্য আব্দুল সালাম বেপারী প্রমুখ। গাজীপুর হায়দরাবাদ...