চলমান এশিয়া কাপে নিজেদের প্রথম ম্যাচে হংকংয়ের বিপক্ষে ২০ বল হাতে রেখে ৭ উইকেটে জিতেছে বাংলাদেশ। যে কোনো বিচারে বড় জয়। এমন জয়ের পরও তাওহিদ হৃদয়ের দিকে ছুটে গেল প্রশ্নের তোড়। টুর্নামেন্টের দুর্বলতম প্রতিপক্ষর সঙ্গে রান তাড়ায় আরেকটু আগ্রাসী মনোভাব না দেখাতে পারতো কিনা এই প্রসঙ্গ উঠলো জোরালোভাবে। সংবাদ সম্মেলনে আসা তাওহিদ হৃদয়ের কাছে জানতে চাওয়া হয় রানরেটের চিন্তাটা তাদের মাথায় ছিল কিনা, হৃদয় জানান এই চিন্তা থাকলেও ঠিক ঝড় তুলতে পারছিলেন না তারা, ‘অবশ্যই এটা ছিল মাথায় (রানরেট)। তার থেকে বড় কথা আগে নিশ্চিত করতে হবে ম্যাচটা। আমাদের পরিকল্পনা ছিল সেভাবেই কিন্তু প্রয়োগ যদি বলি হয়তোবা আরেকটু আগে শেষ করা যেত। আমি চেষ্টা করেছি কয়েকটা কিন্তু আমার ব্যাটে লাগছিল না। হয়তোবা আরও দুই এক ওভার বা আরেকটু শেষ করতে...