অস্ট্রেলিয়ার সাবেক ওপেনার ম্যাথু হেইডেন এক অদ্ভুত প্রতিশ্রুতি দিয়ে এখন রীতিমতো ভাইরাল। আসন্ন অ্যাশেজে জো রুট যদি সেঞ্চুরি না করেন, তবে তিনি নাকি মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে (এমসিজি) নগ্ন হয়ে হাঁটবেন! ‘অল ওভার বার দ্য ক্রিকেট’ নামের একটি ইউটিউব শোতে আলাপচারিতার সময় এমন মন্তব্য করেছেন হেইডেন। আগামী ২১ নভেম্বর পার্থে শুরু হবে অস্ট্রেলিয়া–ইংল্যান্ডের পাঁচ ম্যাচের অ্যাশেজ সিরিজ। হেইডেনের দৃঢ় বিশ্বাস, এবার সেই সিরিজে রুট অস্ট্রেলিয়ায় সেঞ্চুরির খরা কাটাবেন। তাই আত্মবিশ্বাসের সঙ্গেই বললেন, ‘এই গ্রীষ্মে রুট যদি সেঞ্চুরি না করে, আমি এমসিজিতে নগ্ন হয়ে হাঁটব।’ হেইডেনের এমন মন্তব্যে হাসিতে ফেটে পড়ে পুরো প্যানেল। সামাজিক যোগাযোগমাধ্যমেও শুরু হয় নানা আলোচনা। হেইডেনের মেয়ে ক্রীড়া উপস্থাপক গ্রেস হেইডেনও যোগ দেন তাঁর বাবাকে নিয়ে তৈরি হওয়া এই আলোচনায়। ইনস্টাগ্রামে এক মন্তব্যে তিনি লিখেছেন, ‘রুট দয়া করে...