উপজেলার কালীকচ্ছ ইউনিয়নের কলেজপাড়ার কলেজ দিঘিতে শুক্রবার দিনভর বড়শি (ছিপ) দিয়ে মৎস্যশিকার প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। সরাইল সরকারি কলেজ পুকুর মৎস্যচাষ সমিতি নামের একটি সংগঠন এই প্রতিযোগিতার আয়োজন করে। সকাল ছয়টা থেকে সন্ধ্যা ছয়টা পর্যন্ত অনুষ্ঠিত এ প্রতিযোগিতায় ৩৫টি মাচায় ৭০ জন শৌখিন মৎস্যশিকারি অংশ নেন। তাঁদের আসন নির্ধারণ করা হয় লটারির মাধ্যমে। শিকারিরা ব্রাহ্মণবাড়িয়ার জেলার বিভিন্ন উপজেলা ছাড়াও এসেছেন ঢাকা, নরসিংদী, গাজীপুর, কিশোরগঞ্জ, জামালপুর ও হবিগঞ্জ জেলা থেকে। প্রত্যেককে আসনপ্রতি দিতে হয়েছে ২৮ হাজার টাকা। দিনভর দেখা গেছে বড়শি দিয়ে মাছ শিকারের দৃশ্য। কেউ মাছের খাবার প্রস্তুত করেছেন, কেউ দিঘিতে বড়শি ফেলেছেন। হঠাৎ হঠাৎ মাচা থেকে জোরেশোরে আওয়াজ উঠছে। ‘বড় মাছ’, ‘বড় মাছ’ বলে হইহুল্লোড় করছেন শিকারি ও তাঁদের লোকজন। প্রতিটি আসনে মাছ ধরতে টিকিট ছাড়া আনুষঙ্গিক আরও ১০-১২ হাজার...