জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জাকসু) ও হল সংসদ নির্বাচনের ভোট গণনা নিয়ে বিভ্রান্ত না হতে শিক্ষার্থী ও সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানিয়েছে নির্বাচন কমিশন। শুক্রবার সন্ধ্যায় কমিশনের পক্ষ থেকে সদস্যসচিব অধ্যাপক এ কে এম রাশিদুল আলম এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ আহ্বান জানান। তিনি জানান, ম্যানুয়াল পদ্ধতিতে ভোট গণনা করা হচ্ছে। এ প্রক্রিয়া নিরবচ্ছিন্নভাবে চলবে এবং রাতের মধ্যে ফলাফল ঘোষণা করা হবে বলে কমিশন আশা করছে। এদিন সকালে ভোট গণনার দায়িত্ব পালন করতে গিয়ে শিক্ষক জান্নাতুল ফেরদৌস মারা যান। এ ঘটনায় শোকের সময়, জুমা, জানাজা ও দুপুরের খাবারের বিরতিতে ভোট গণনা কিছু সময়ের জন্য স্থগিত ছিল। পরে আবার গণনা শুরু হয়। ফলে গতি কিছুটা শ্লথ হয় বলে জানান সদস্যসচিব। তিনি বলেন, “এ বিষয়ে সংশ্লিষ্ট সকলকে বিভ্রান্ত না হয়ে সহযোগিতা করার জন্য...