আবুধাবির আবু জায়েদ স্টেডিয়ামে বাংলাদেশ দলের অনুশীলনের আগে খেলোয়াড়দের সামনে বক্তব্য দেন কোচ সিমন্স হংকংকে হারিয়ে ইতোমধ্যে দারুণভাবে এশিয়া কাপের ১৭তম আসর শুরু করেছে বাংলাদেশ ক্রিকেট দল। এবার সুপার ফোরের পথে এক ধাপ এগিয়ে যাওয়ার লক্ষ্য নিয়ে শনিবার ‘বি’ গ্রুপে নিজেদের দ্বিতীয় ম্যাচে শ্রীলঙ্কার মুখোমুখি হবে টাইগাররা। গতকাল বৃহস্পতিবার রাতে হংকংকে ৭ উইকেটে হারিয়ে এবারের এশিয়া কাপ শুরু করে বাংলাদেশ। টস জিতে প্রথমে হংকংকে ব্যাটিংয়ে পাঠায় টাইগাররা। বাংলাদেশ বোলারদের দারুণ নৈপুণ্যে বড় স্কোর করতে পারেনি হংকং। ২০ ওভারে ৭ উইকেটে ১৪৩ রান করে তারা। বাংলাদেশের তিন বোলার তাসকিন আহমেদ-তানজিম হাসান ও রিশাদ হোসেন ২টি করে উইকেট নেন। জবাবে অধিনায়ক লিটন দাসের ঝড়ো হাফ-সেঞ্চুরিতে ১৪ বল বাকি থাকতে জয় নিয়ে মাঠ ছাড়ে বাংলাদেশ। ৪৭ রানে দুই ওপেনারের বিদায়ের পর তৃতীয় উইকেটে...