লামিন ইয়ামাল খুব অল্প সময় নাম লিখিয়ে ফেলেছেন সেরাদের তালিকায়। ১৮ বর্ষী এ স্প্যানিয়ার্ড ইতিমধ্যে জিতেছেন ক্লাবের হয়ে লিগ শিরোপা এবং দেশের হয়ে ইউরো। কম বয়সে এত অর্জনের মধ্যেও আছে বেদনাময় কিছু। জানালেন তার জীবনে সবচেয়ে বেদনাময় স্মৃতির কথা, তার বাবাকে ছুরি আঘাত করেছিল দুর্বৃত্তরা, তাকে রাখা হয়েছিল ঘরবন্ধি করে। স্পানিশ সাংবাদিক হোসে রামন দে লা মোরেনার সাথে এক সাক্ষাৎকারে বিভিন্ন বিষয় নিয়ে আলাপ করেছেন ইয়ামাল। তার মধ্যে অন্যতম ছিল তার জীবনে ঘটে যাওয়া সবচেয়ে ভবয়াবহ ঘটনা, বাবা মুনির নাসরাউইর উপরে হামলা। ইয়ামালের বয়স যখন ১৬ বছর ছিল তখন তিনি তার চাচাতো ভাইয়ের সাথে ছিলেন। ঘটনার বিষয় জানতে পারার পর, তিনি তার বাবার কাছে ফিরে যে চাইলে তাকে ঘরবন্ধি করে রাখা হয় এবং সেখানে যেতে দেয়া হয় না। তিনি তৎক্ষণাৎ...