রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু) নির্বাচনে অংশ নেওয়া নারী প্রার্থীরা ব্যক্তিগত তথ্য, ছবি ও ভিডিওর গোপনীয়তা রক্ষায় সাত দফা দাবি জানিয়েছেন। শুক্রবার (১২ সেপ্টেম্বর) বিকেলে বিশ্ববিদ্যালয়ের পরিবহন মার্কেট চত্বরে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তারা এই দাবি তুলে ধরেন। দাবিগুলোর মধ্যে রয়েছে— অনলাইন আচরণবিধি ও তথ্য যাচাইপ্রক্রিয়া প্রণয়ন, অপরাধ ও শাস্তিমূলক ব্যবস্থা স্পষ্ট করে অফিশিয়াল সুরক্ষা নীতি গ্রহণ, ক্যাম্পাসে পর্যাপ্ত আলো, সিসিটিভি ও নিরাপত্তা টহল বাড়িয়ে নারীবান্ধব অবকাঠামো নিশ্চিত করা, সাইবার সেফটি ও জেন্ডার রেসপন্স সেল গঠন, বট বা ফেক আইডি নিয়ন্ত্রণ, বিশ্ববিদ্যালয়ের স্বীকৃত গ্রুপ-পেজে সদস্যদের অ্যাকসেস যাচাই এবং ব্যক্তিগত তথ্য-ছবি-ভিডিওর গোপনীয়তা রক্ষায় সুরক্ষা নীতি প্রণয়ন। এ ছাড়া ডিজিটাল লিটারেসি ও সেফটি প্রশিক্ষণ চালু এবং প্রতিটি বিভাগ, হল ও প্রশাসনিক ইউনিটের জন্য ভেরিফায়েড সোশ্যাল মিডিয়া পেজ বা গ্রুপ খোলার প্রস্তাবও...