আর্জেন্টিনার যুব দলে ডাক পেলেও আপাতত দেশের হয়ে খেলতে নামা হচ্ছে না আর্জেন্টিনা ও রিয়াল তারকা ফ্রাঙ্কো মাস্তান্তুয়ানোর। ১৮ বছরের এই প্রতিভাবান উইঙ্গারকে আসন্ন অনূর্ধ্ব–২০ বিশ্বকাপে ছাড়তে রাজি নয় রিয়াল মাদ্রিদ। বিষয়টি স্পষ্ট করে জানিয়ে দিয়েছেন কোচ জাবি আলোনসো।সদ্যই রিভার প্লেট থেকে ৪৫ মিলিয়ন ইউরোর রিলিজ ক্লজ ভাঙিয়ে ছয় বছরের চুক্তিতে সান্তিয়াগো বার্নাব্যুয়ে পা রেখেছেন মাস্তান্তুয়ানো। যোগ দেওয়ার পরপরই পেয়েছেন লা লিগায় শুরুর একাদশে খেলার সুযোগ। এত অল্প সময়ে নিজেদের ভবিষ্যৎ বিনিয়োগে পরিণত হওয়া এই তরুণকে তাই কোনোভাবেই ছাড়তে চায় না লস ব্লাঙ্কোস।আর্জেন্টিনা ফুটবল ফেডারেশন অবশ্য চেষ্টা চালিয়ে যাচ্ছে। ডিয়েগো প্লাসেন্তের প্রাথমিক দলে নাম না থাকলেও, দেশটির গণমাধ্যমের দাবি কর্মকর্তারা ইউরোপে গিয়ে শেষ মুহূর্তে রাজি করানোর চেষ্টা চালাবেন। বিশেষ করে মাস্তান্তুয়ানো যেহেতু এ বছরের শুরুতে ভেনেজুয়েলার বিপক্ষে সিনিয়র দলের হয়ে...