দেশের ৬৪ জেলায় পর্যায়ক্রমে ৬৪টি ‘মডেল মন্দির’ নির্মাণের পরিকল্পনার কথা জানিয়েছে হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্ট। সংগঠনের ভাইস চেয়ারম্যান তপন চন্দ্র মজুমদার এই পরিকল্পনার কথা জানিয়ে বলেন, ১০ কোটি টাকা ব্যয়ে প্রতিটি মন্দির নির্মাণ করা হবে।শুক্রবার (১২ সেপ্টেম্বর) দুপুরে রাজধানীর টিকাটুলিতে শ্রীশ্রী স্বামী ভোলানন্দগিরি আশ্রমে বিশ্ব হিন্দু ফেডারেশনের (বাংলাদেশ) দ্বি-বার্ষিক সম্মেলনে উদ্বোধকের বক্তব্যে তিনি এ কথা জানান।তপন মজুমদার বলেন, বিগত আওয়ামী সরকার সারা দেশে সাড়ে পাঁচশ’র মতো মডেল মসজিদ বানিয়েছিল। কিন্তু তারা কয়টি মডেল মন্দির বানিয়েছেন? অথচ তাদের আচরণ ও কথাবার্তায় মনে হতো, তারা এ দেশে হিন্দু সম্প্রদায়ের ‘সোল এজেন্সি’। কিন্তু গণঅভ্যুত্থানে আওয়ামী সরকারের পতনের পর হিন্দুদের বিপদের মুখে ফেলে রেখে শেখ হাসিনা ভারতে পালিয়ে গেলেন।৮ দফা বাস্তবায়নে অনশনে সংখ্যালঘু অধিকার আন্দোলনতিনি বলেন, আমরা ৬৪ জেলায় ৬৪টি মডেল মন্দির বানাতে চাই।...