দুবাইয়ের আলোর ঝলমলে মঞ্চে শুরু হয়েছে এবারের এশিয়া কাপ। নিজেদের প্রথম ম্যাচে পাকিস্তান মুখোমুখি হয়েছে ওমানের।ত্রিদেশীয় সিরিজের আত্মবিশ্বাস গায়ে মেখেই এশিয়া কাপে পা রেখেছিল সালমান আগার দল। তবে শুরুটা একেবারেই সুখকর হলো না। টস জিতে ব্যাটিংয়ে নেমে দলীয় স্কোরবোর্ডে মাত্র ৪ রান যোগ হতেই ধাক্কা খায় পাকিস্তান। ওপেনার সাইম আইয়ুব গোল্ডেন ডাক মেরে ফেরেন সাজঘরে। তবে এরপরই ইনিংস গুছিয়ে তোলেন সাহিবজাদা ফারহান ও মোহাম্মদ হারিস। দুজন মিলে দ্বিতীয় উইকেটে গড়েন কার্যকর জুটি। হারিস ৪৩ বলে ৬৬ রানের দুর্দান্ত এক ইনিংস খেলেন, যেখানে ছিল সাতটি চারের সঙ্গে তিনটি ছক্কা। অন্য প্রান্তে ফারহানও ছিলেন কার্যকর। তবে তিনি দলীয় ৮৯ রানে (২৯ রান করে) বিদায় নিলে ভেঙে যায় সেই জুটি। কিছুক্ষণ পরেই উইকেট হারায় পাকিস্তান। আমির কলিম প্রথমে হারিসকে ফেরান, তারপর একই ওভারের...