নেপালের অর্ন্তর্বর্তী প্রধানমন্ত্রী পদে শপথ নিয়ে দেশটির প্রথম নারী প্রধানমন্ত্রী হওয়ার ইতিহাস গড়লেন সাবেক প্রধান বিচারপতি সুশীলা কার্কি। শুক্রবার নেপালের রাষ্ট্রপতি বভনে স্থানীয় সময় রাত সেয়া ৯ টায় তিনি শপথ নেন। তাকে শপথ বাক্য পাঠ করান রাষ্ট্রপতি রামচন্দ্র পৌডেল। কার্কির শপথ গ্রহণের পরই নেপালে সাধারণ নির্বাচন অনুষ্ঠানের সিদ্ধান্ত হয়েছে। ২০২৬ সালের ৫ মার্চে হবে নির্বাচন। ভারতীয় পত্রিকা এনডিটিভি জানায়, নেপালের জেন-জি আন্দোলকারী, প্রেসিডেন্ট রাম চন্দ্র পৌডেল এবং সেনাপ্রধান অশোক রাজ সিগদেলের মধ্যে আলোচনায় মতৈক্য হওয়ার পরই কার্কিকে প্রধানমন্ত্রী করার সিদ্ধান্ত হয়। পরে প্রেসিডেন্টের কার্যালয় জানায়, কার্কিই হচ্ছেন নতুন প্রধানমন্ত্রী। সুশীলা কার্কি নেপালের প্রথম নারী প্রধান বিচারপতি ছিলেন। ২০১৬ সাল থেকে ২০১৭ সাল পর্যন্ত এ পদে ছিলেন তিনি। সেটিও ছিল ইতিহাস। আজ আরও এক ইতিহাসের সাক্ষী হল নেপাল। জেন-জি (তরুণ প্রজন্ম)-...