আগামী ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন পিছিয়ে দিতে স্বার্থান্বেষী গোষ্ঠী এবং স্বৈরাচারের দোসররা প্রচেষ্টা অব্যাহত রেখেছে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডা. এ জেড এম জাহিদ হোসেন। শুক্রবার (১২ সেপ্টেম্বর) বিকেলে গাজীপুরের শ্রীপুরের মাওনা উচ্চ বিদ্যালয় মাঠে এক সমাবেশে তিনি এ কথা বলেন। ডা. জাহিদ হোসেন বলেন, কোনো অবস্থাতেই ভাবার প্রয়োজন নেই স্বৈরাচারের দোসররা পালিয়ে গেছে। স্বৈরাচার পালালেও তার দোসর আমাদের ভেতরেই আছে। কোনোভাবেই তাদেরকে জয়যুক্ত হতে দেওয়া যাবে না। তিনি বলেন, ষড়যন্ত্রের বিপক্ষে জনমত তৈরি করলেই ষড়যন্ত্রকারীরা পালিয়ে যাবে। যেমন পালিয়ে গিয়েছিল ২৪-এর ৫ আগস্টে মহা শক্তিশালী স্বৈরাচার। তাই, জনগণকে ঐক্যবদ্ধ রেখে ষড়যন্ত্রের বিষ দাঁত ভেঙ্গে দিতে হবে। নেতাকর্মীদের উদ্দেশে বিএনপির এই নেতা বলেন, প্রত্যেকে খেয়াল রাখবেন সদস্য নবায়ন ফরমে যেন স্বৈরাচারের দোসররা সদস্য না হয়। জনগণকে ঐক্যবদ্ধ না...