লালনসংগীতের বরেণ্য শিল্পী ফরিদা পারভীন এখনো লাইফ সাপোর্টে রয়েছেন; এই পরিস্থিতিতে উন্নত চিকিৎসার জন্য তাকে বিদেশে নেওয়া সম্ভব নয় বলে জানিয়েছেন চিকিৎসকরা। শিল্পীর রক্তচাপ বৃহস্পতিবার দুপুরের পর থেকে ‘কিছুটা বেড়েছে’ বলে জানিয়েছেন চিকিৎসক। তবে এতে খুব বেশি আশাবাদী হওয়ার সুযোগ নেই বলে মনে করছেন মহাখালীর ইউনিভার্সেল মেডিকেল কলেজ হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক আশীষ কুমার চক্রবর্তী। তিনি গ্লিটজকে বলেন, "ফরিদা পারভীনের রক্তচাপ কিছুটা বেড়েছে, তবে তার হিমোগ্লোবিনের মাত্রা অনেক কম, অভ্যন্তরীণ রক্তক্ষরণ বন্ধ হয়নি এবং জ্ঞানের স্তরও নিম্ন পর্যায়ে রয়েছে। "উনি বর্তমানে মাল্টি-অর্গান ফেইলিওরের রোগী। গতকাল থেকে ডায়ালাইসিস দেওয়ার চেষ্টা চলছে, কিন্তু তা সম্ভব হয়নি।" ফরিদা পারভীনের চিকিৎসায় ছয় সদস্যের একটি মেডিকেল বোর্ড গঠন করা হয়েছে, যেখানে বিভিন্ন শাখার বিশেষজ্ঞ চিকিৎসকরা রয়েছেন। চিকিৎসক আশীষ কুমার বলেন, "মেডিকেল বোর্ডের সব স্পেশালিস্ট ডাক্তারদের বক্তব্য...