৮ দফা দাবি বাস্তবায়ন, জাতীয় সংসদে ধর্মীয় ও জাতিগত সংখ্যালঘু সম্প্রদায়ের প্রতিনিধি নিশ্চিত করা এবং মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে রাজধানীতে ১২ ঘণ্টার অনশন কর্মসূচি পালন করছেন সংখ্যালঘু অধিকার আন্দোলনের প্রতিনিধিরা।শুক্রবার (১২ সেপ্টেম্বর) রমনা কালী মন্দিরে দুপুর ১২টা থেকে শুরু হওয়া এই অনশন রাত ১২টায় শেষ হওয়ার কথা রয়েছে। অনশন কর্মসূচিতে সংগঠনের মুখপাত্র সুস্মিতা কর, কেন্দ্রীয় প্রতিনিধি সুব্রত বল্লবসহ অন্যরা অংশগ্রহণ করছেন।এর আগে বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) সংখ্যালঘু অধিকার আন্দোলনের পক্ষ থেকে ৮ দফা দাবি এবং অনশন কর্মসূচির বিষয়টি জানিয়ে সচিবালয়ে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা, ধর্ম উপদেষ্টা, শিক্ষা উপদেষ্টা ও সমাজকল্যাণ উপদেষ্টা বরাবর স্মারকলিপি দেয়া হয় বলে সংগঠনের পক্ষ থেকে জানানো হয়েছে।তারও আগে সোমবার (০৮ সেপ্টেম্বর) জাতীয় প্রেস ক্লাবে সংবাদ সম্মেলন করে সংখ্যালঘু সম্প্রদায়ের নিরাপত্তা নিশ্চিতে সরকারকে ‘জিরো টলারেন্স’ নীতি প্রয়োগের দাবি...