তাসনিয়া ফারিণ। অভিনয়ের পাশাপাশি মডেলিং, গান ও উপস্থাপনাতেও দক্ষতার পরিচয় দিয়ে বহুমাত্রিক ক্যারিয়ার গড়ে তুলছেন তিনি, ছুঁয়ে যাচ্ছেন দর্শকহৃদয়। শোবিজ অঙ্গনে বর্তমানে যে কজন মডেল ও অভিনেত্রী আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছেন, তাসনিয়া ফারিণ তাদের অন্যতম। চলতি বছর যেন তার ক্যারিয়ার এক উজ্জ্বল অধ্যায় হয়ে উঠেছে। মডেলিং দিয়ে যাত্রা শুরু করলেও সব মাধ্যমে দক্ষতা দেখিয়েছেন তিনি। ‘ফারিণ মানেই ভিন্ন কিছু’ এই ধারণাটিকে যেন এবার পূর্ণতা দিয়েছেন তিনি তার বহুমাত্রিক উপস্থিতি দিয়ে। সিনেমা, ওয়েব ফিল্ম, অ্যাওয়ার্ড শো উপস্থাপনা–সব জায়গায় যেন তার সরব পদচারণা। সম্প্রতি সঞ্জয় সমাদ্দারের পরিচালনায় মুক্তি পাওয়া সিনেমা ‘ইনসাফ’ তাকে আবারও আলোচনায় ফিরিয়ে এনেছে। গত কোরবানির ঈদে সিনেমাটি দেশের প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছিল। এবার এটি মুক্তি পেয়েছে ওটিটি প্ল্যাটফর্ম চরকিতে। এতে ফারিণ অভিনয় করেছেন একজন পুলিশ কর্মকর্তার চরিত্রে। অ্যাকশন-থ্রিলার ঘরানার এ কাজটিতে...