সম্প্রতি সাবেক ভারতীয় ক্রিকেটার রবীচন্দ্রন অশ্বিন এক বিশ্লেষণে বাংলাদেশের পারফরমেন্সের সমালোচনা করেছেন। এশিয়া কাপে ভারত যেমন শক্তিশালী দল, তাল মিলিয়ে বাকিরা ততটা না। তার দাবি ছিল- দক্ষিণ আফ্রিকাকেও এই আসরে যুক্ত করে প্রতিদ্বন্দ্বিতার ঝাঁজ বাড়ানো যেতে পারে। এমনকি ভারত ‘এ’ দলকেও এই আসরে যুক্ত করার কথা বলে মজা করেছেন তিনি। সামাজিক যোগাযোগ মাধ্যমের কল্যাণে এসব কথাবার্তা ক্রিকেটারদের নজরেও পড়ে। শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচ সামনে রেখে এই প্রসঙ্গ আসতেই বাউন্সার দেয়ার চেষ্টা করেন টাইগার পেসার তানজিম হাসান সাকিব ‘দেখেন আপনি কারও মুখ আটকাতে পারবেন না। আমার মুখ আছে আমি যা ইচ্ছা সেটাই বলতে পারবো। বিশেষ করে যারা চুক্তির মধ্যে নাই। কাজেই এগুলো আসলে ব্যাপার না। কে কী বললো না বললো (ব্যাপার না)। আমরা বাংলাদেশকে প্রতিনিধিত্ব করি। আমরা এখানে একটা লক্ষ্য নিয়ে এসেছি।...