অনুষ্ঠানে সঙ্গীত নিবেদন করেছেন রবিরশ্মি’র শিল্পীবৃন্দ ও আমন্ত্রিত শিল্পীগণ। রবিরশ্মির ২৭ তম বর্ষপূর্তিতে সংগীত পরিবেশন করছেন রবিরশ্মির সদস্য নীতা চক্রবর্তী। এছাড়াও, পরিবেশিত হয়েছে গীতি আলেখ্য ‘প্রেমের জোয়ারে ভাসাবে দোহারে’ এবং ‘আমার নূতন যৌবনেরই দূত’। বিশেষভাবে অংশ নিয়েছেন রবিরশ্মি’র শিল্পীবৃন্দ ও ক্ষুদে শিল্পীরা। অনুষ্ঠানে সম্মাননা জ্ঞাপন করা হয় দেশবরেণ্য রবীন্দ্রসঙ্গীত শিল্পী এ. এম. এম. মহিউজ্জামান চৌধুরী ময়নাকে। সভাপতিত্ব করেন সমাজসেবক ও রবিরশ্মি সভাপতি মোখলেস আলম। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন লিপি রানী ঘোষ ও...