জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জাকসু) নির্বাচনে ষড়যন্ত্রের অভিযোগ তুলেছেন ছাত্রশিবির–সমর্থিত সমন্বিত শিক্ষার্থী জোটের সাধারণ সম্পাদক (জিএস) প্রার্থী মাজহারুল ইসলাম। তাঁর দাবি, নির্বাচনে বানচালে বিএনপিপন্থী দুই শিক্ষক ইন্ধন দিচ্ছেন। শুক্রবার বিকেলে নির্বাচন কমিশনের কার্যালয়ের সামনে আয়োজিত সংবাদ সম্মেলনে মাজহারুল বলেন, বৃহস্পতিবার বিকেল ৫টায় ভোট গ্রহণ শেষ হলেও এক দিন পরও জাকসুর কেন্দ্রীয় ভোট গণনা শুরু হয়নি, কেবল হল সংসদের ভোট গণনা শেষ হয়েছে। তিনি অভিযোগ করেন, এতে সুস্পষ্টভাবে ষড়যন্ত্রের ইঙ্গিত পাওয়া যাচ্ছে। মাজহারুল আরও অভিযোগ করেন, ভোটের দিন নানা ধরনের অব্যবস্থাপনা হয়েছে—যেমন পোলিং এজেন্ট সংকট, অতিরিক্ত ব্যালট পেপার এবং দেরিতে ভোটগ্রহণ শুরু। তবে এসবের চেয়ে গুরুতর ছিল ছাত্রদল ও বাগছাসের ‘অবস্থান’ ও ‘হট্টগোল’, যা নির্বাচনী প্রক্রিয়ায় বাধা দিয়েছে বলে তিনি দাবি করেন। সংবাদ সম্মেলনে তিনি বলেন, “নির্বাচন বানচালে বিএনপিপন্থী শিক্ষক...