এমন প্রশ্ন ও এতটা আগ্রাসী ধরন হয়তো আশা করেননি পাকিস্তান কোচ। কিছুটা চমকে গিয়ে তিনি আবার প্রশ্নটি শুনতে চাইলেন। এবার প্রশ্নকর্তার গলার সুর ও বলার ভাষা একটু স্তিমিত হয়েই ফুটে উঠলো। হেসনের উত্তরটাও হলো পরিমিতি ও সুচিন্তিত। পাকিস্তান কোচ পরিশীলিত ভাষায় বলেন, কারও বিরুদ্ধে তার কোনো অ্যাজেন্ডা নেই, আছে সিদ্ধান্ত গ্রহণের পেছনে সত্যতা। ‘ক্রিকেটারদের নিয়ে নিজের মূল্যায়নে সৎ থাকা জরুরি। সিদ্ধান্তের পেছনে কোনো নির্দিষ্ট অ্যাজেন্ডা না থাকাও খুবই গুরুত্বপূর্ণ। ব্যাপারগুলো বস্তুনিষ্ঠ দৃষ্টিভঙ্গিতে দেখা জরুরি। আমি তো কারও দুর্বলতা নিয়ে কোনো কথা বলিনি।’ ‘আমি বরাবরই যেদিকে ইঙ্গিত দিয়েছি, সেটি হলো বর্তমান ক্রিকেটে যে ধরনের খেলার প্রয়োজন হয় এবং যে স্ট্রাইক রেট প্রয়োজন হয়, বিশেষ করে ভালো কন্ডিশনে। সব ক্রিকেটারের চাওয়া থাকে, কোচ যেন তাদের প্রতি সৎ থাকেন। এই ভাবনা মাথায় রাখতে...