নেপালের অন্তর্বর্তী প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলেন সুশীলা কার্কি NewsG24 এর নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি। ঢাকা: নেপালের সাবেক প্রধান বিচারপতি সুশীলা কার্কি দেশটির অন্তর্বর্তী প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন। গণবিক্ষোভের মুখে তিন দিন আগে কেপি শর্মা অলি প্রধানমন্ত্রীর পদ ছাড়ার পর দেশটিতে সৃষ্ট রাজনৈতিক শূন্যতার পর শুক্রবার (১২ সেপ্টেম্বর) রাতে রাষ্ট্রপতি ভবনে শপথ নেওয়ার মাধ্যমে তিনি দায়িত্ব গ্রহণ করেন।সুশীলা কার্কি নেপালের ইতিহাসে প্রথম নারী প্রধান বিচারপতি ছিলেন। এবার তিনি দেশটির ইতিহাসে প্রথম নারী হিসেবে অন্তর্বর্তী প্রধানমন্ত্রী হিসেবে দেশের রাজনৈতিক রূপান্তরের নেতৃত্ব দেবেন। তীব্র অস্থিরতার মধ্যে তার ওপর পড়েছে একটি অন্তর্বর্তী সরকারের মাধ্যমে স্থিতিশীলতা ফেরানোর কঠিন দায়িত্ব।এর আগে গত সপ্তাহের শুরুতে তরুণ প্রজন্মের নেতৃত্বে নেপালে ব্যাপক বিক্ষোভ শুরু হয়। সামাজিক যোগাযোগমাধ্যম বন্ধের প্রতিবাদ থেকে শুরু হওয়া এই আন্দোলন...