১২ সেপ্টেম্বর ২০২৫, ১০:৪৯ পিএম | আপডেট: ১২ সেপ্টেম্বর ২০২৫, ১০:৪৯ পিএম একসময় আবহমান বাংলার ঐতিহ্য আর বিনোদনের অন্যতম মাধ্যম ছিল নৌকা বাইচ। সভ্যতার বিবর্তনে বিলুপ্তপ্রায় গ্রামীণ এ উৎসবটি। ঐতিহ্য ধরে রাখতে নাটোর জেলা প্রশাসন চলনবিলের গুরুদাসপুরের বিলশা পয়েন্টে আয়োজন করেছে ঐতিহ্যবাহী নৌকা বাইচ উৎসব। বাইচ উৎসব দেখতে বিলপাড়ের এ গ্রামে ঢল নামে দর্শনার্থীদের। শুক্রবার (১২ সেপ্টেম্বর) দুপুর ২টায় শুরু হয় নৌকা বাইচ প্রতিযোগিতা। “নদী দূষণ রোধ করি, নির্মল বাংলাদেশ গড়ি” প্রতিপাদ্যে নৌকা বাইচ উৎসবকে কেন্দ্র করে শুরু হয় উৎসবের আমেজ। কিন্তু সকাল থেকেই হাজার হাজার নারী-পুরুষ, শিশু-কিশোর, বৃদ্ধ সব বয়সের মানুষের উপস্থিতিতে বিলপাড় মুখরিত হয়ে ওঠে। নির্ধারিত দূরত্ব বজায় রেখে বিলের মাঝখানে দুই দিকে হাজার হাজার নৌকার থাকা দর্শনার্থীরা উপভোগ করেছেন ওই নৌকা বাইচ প্রতিযোগিতা। বাইচের নৌকাগুলো বাদ্যের তালে...