কাঁধে অস্ত্রোপচারের পর প্রত্যাশিত সময়ের চেয়ে আগেভাগে অনুশীলনে ফিরেছেন জুড বেলিংহ্যাম। ইংলিশ মিডফিল্ডারকে নিয়ে তাই আশাবাদী হয়ে উঠেছেন শাবি আলোন্সো। রেয়াল মাদ্রিদ কোচের বিশ্বাস, অক্টোবরের আগেই মাঠে ফিরতে পারবেন বেলিংহ্যাম। দুই বছর ধরে কাঁধের সমস্যা ভোগাচ্ছিল বেলিংহ্যামকে। ক্লাব বিশ্বকাপ থেকে রেয়ালের বিদায়ের পর গত জুলাইয়ের মাঝামাঝি অস্ত্রোপচার করান তিনি। তখন ধারণা করা হচ্ছিল, ১০ থেকে ১২ সপ্তাহের জন্য মাঠের বাইরে থাকতে হবে তাকে। তবে চলতি সপ্তাহে অনুশীলনে ফেরার পর আগেভাগে তার মাঠে ফেরার সম্ভাবনা জেগেছে। শুক্রবার সংবাদ সম্মেলনে সেই আশার কথাই শোনান আলোন্সো। “আমি কিছুটা ইতিবাচক হতে চাই এবং আশা করি, অক্টোবরের আগে সে ফিরতে পারবে। দলের সঙ্গে কিছু কাজ শুরু করেছে সে। সেরে ওঠার জন্য সে চেষ্টা চালিয়ে যাচ্ছে। সে খুব ভালো বোধ করছে।” বেলিংহ্যামকে ছাড়াই এই মৌসুমে লা...