টি-টোয়েন্টি বোলারদের র্যাঙ্কিংয়ে সেরা ২০ জনের মধ্যেও নেই মোহাম্মদ নাওয়াজ। তবে সম্প্রতি এই সংস্করণে দুর্দান্ত বোলিং করছেন তিনি। এই মুহূর্তে তো তাকে বিশ্বের সেরা স্পিনার মনে হচ্ছে কোচ মাইক হেসনের। নিজ দলের শক্তির জায়গা তুলে ধরে এশিয়া কাপে মুখোমুখি হওয়ার আগে ভারতকে যেন এক রকম হুমকি দিয়ে রাখলেন পাকিস্তান কোচ। লম্বা একটা সময় টি-টোয়েন্টিতে পাকিস্তানের প্রতিনিধিত্ব করার সুযোগ পাননি নাওয়াজ। আর এখন তিনিই দলটির সবচেয়ে গুরুত্বপূর্ণ সদস্যদের একজন। গত জুলাইয়ে বাংলাদেশ সফর দিয়ে দেড় বছর পর এই সংস্করণে ফিরে ধারাবাহিক পারফরমেন্স উপহার দিচ্ছেন তিনি। ঢাকায় ফেরার ম্যাচে অবশ্য কোনো উইকেট পাননি বাঁহাতি স্পিনিং অলরাউন্ডার নাওয়াজ। একই মাঠে সিরিজের পরের দুই ম্যাচে তিন শিকার ধরেন তিনি। পরে ওয়েস্ট ইন্ডিজেও জ্বলে উঠে তিন ম্যাচে নেন সাত উইকেট। এশিয়া কাপের আগে সংযুক্ত আরব...