শুক্রবার রাতের মধ্যেই জাকসুর ফল ঘোষণা করা সম্ভব বলে গণমাধ্যমকে জানিয়েছিলেন নির্বাচন কমিশনের সদস্য সচিব একে এম রাশিদুল আলম; কিন্তু শেষ পর্যন্ত তা সম্ভব হয়নি -সংগৃহীত অব্যবস্থাপনায় প্রশ্নবিদ্ধ জাকসু নির্বাচনের পর ভোট গণনা গতকাল বৃহস্পতিবার সারারাত চলেও শেষ হয়নি। এর আগে গতকাল বৃহস্পতিবার ভোটগ্রহণ শেষ হওয়ার পর বলা হয়েছিল, রাত ১১টার মধ্যে ভোট গণনা শেষ করে ফলাফল ঘোষণা করা হবে। কিন্তু শেষ পর্যন্ত তা হয়নি। শুক্রবার সারাদিন গণনার পর বলা হচ্ছে শুক্রবার রাত ১১টার মধ্যে ফলাফল ঘোষণা সম্ভব হতে পারে। কিন্তু শুক্রবার রাতেও ফলাফল ঘোষণা হবে কিনা তা নিয়ে সন্দিহান কর্তৃপক্ষ। ভোট গণনায় দায়িত্বপ্রাপ্ত কয়েকজন নাম প্রকাশ না করার শর্তে জানান, শুক্রবার রাতেও ভোট গণনা শেষ করা যাবে কিনা বলা সম্ভব হচ্ছে না। এদিকে ভোট গণনা এবং অন্যান্য প্রক্রিয়া নিয়ে...