উপজেলার ধোপারচালা গ্রামের পল্লী চিকিৎসক জুবায়ের সিকদার জুয়েলের উদ্যোগে গত(৫ সেপ্টেম্বর) শুক্রবার থেকে শুরু হওয়া সপ্তাহব্যাপী তালবীজ রোপণ কার্যক্রম বৃহস্পতিবার শেষ হয়। এসময় বহেড়াতৈল বিট কর্মকর্তা সাইদুল ইসলাম, বোয়ালী ডিগ্রি কলেজের প্রফেসর আব্দুল কাদের, সখীপুর আবাসিক মহিলা কলেজের অবসরপ্রাপ্ত শিক্ষক হারুন অর রশিদ, ধোপারচালা উপজাতি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক স্বপন সরকার সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। উদ্যোক্তা জুবায়ের জানান, বজ্রপাতের ঝুঁকি কমাতে এবং পরিবেশ রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে গত ৫ সেপ্টেম্বর থেকে শুরু করে ইউনিয়নের ধোপারচালা, নেরগাছচালা, খামারচলা, বহেড়াতৈল, ভূগলীচালা, ছাতিয়াচালা সহ বিভিন্ন সড়কের দুই পাশে সাড়ে তিন হাজার তালবীজ রোপণ করতে সক্ষম হয়েছি। উপজেলা কৃষি কর্মকর্তা নিয়ন্তা বর্মন জানান, তাল গাছ পরিবেশের বন্ধু। উঁচু ও এককভাবে অবস্থানকারী তালগাছ বজ্রপাতের ঝুঁকি হ্রাস করে। ২০২৪-২৫ অর্থবছরে প্রণোদনার মাধ্যমে উপজেলার...