এবারের এশিয়া কাপে একই গ্রুপে শ্রীলঙ্কা-আফগানিস্তানের মতো তুলনামূলক শক্তিশালী প্রতিপক্ষকে টপকে সুপার ফোরে ওঠা বাংলাদেশের জন্য কঠিন হবে। ক্রিকেট বিশেষজ্ঞদের এমন মন্তব্যের মধ্যে ব্যতিক্রম পাকিস্তানি তারকা ক্রিকেটার শোয়েব মালিক। শোয়েব মালিকের মতে, এবারের এশিয়া কাপে ভালো করতে বাংলাদেশের ব্যাটারদের নিয়মিত রান করতে হবে। পাকিস্তানি এক গণমাধ্যমে এশিয়া কাপে বাংলাদেশের সম্ভাবনা নিয়ে বলেন, ‘বাংলাদেশের সবচেয়ে বড় ঘাটতি ব্যাটিংয়ে ধারাবাহিকতার অভাব। তারা মাঝেমধ্যে ভালো খেলে। কিন্তু দীর্ঘ সময় ভালো ব্যাটিং করতে হবে। অর্থাৎ ২০ বা ২৫ রানের ইনিংস খেলে আউট হওয়া যাবে না। সেগুলোকে ৫০ বা ৭০ রানে নিয়ে যেতে হবে।’ এরপর তিনি বলেন, ‘বড় ইনিংস খেলতে পারলে যে কোনো দলকে চ্যালেঞ্জ জানাতে পারে বাংলাদেশ। এমনটা করতে পারলে আমার মতে তারা (বাংলাদেশ) সুপার ফোরে উঠতে পারবে। তাদের সাইফউদ্দিন অনেক ভালো অলরাউন্ডার। ইয়র্কার...