পল্লী বিদ্যুৎ অ্যাসোসিয়েশন চার দফা দাবিতে ঘোষিত ‘গণছুটি’কর্মসূচি স্থগিত করেছে। একই সঙ্গে কর্মকর্তা-কর্মচারীদের কর্মস্থলে ফেরার আহ্বান জানানো হয়েছে। শুক্রবার এক বিজ্ঞপ্তিতে সংগঠনের দপ্তর সম্পাদক মাহবুবুর রহমান জানান, বিদ্যুৎ, জ্বালানী ও খনিজ সম্পদ উপদেষ্টার পক্ষ থেকে সমস্যার সমাধানে আন্তরিক আশ্বাস দেওয়ার পর এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তিনি বলেন, “দেশের সামগ্রিক প্রেক্ষাপট ও জনদুর্ভোগ বিবেচনায় বিদ্যমান সংকটের সুষ্ঠু সমাধানের লক্ষ্যে উপদেষ্টার প্রতি আস্থা রেখে চলমান গণছুটি কর্মসূচি স্থগিত করা হলো।” অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে জানানো হয়, ২০২৪ সালের জানুয়ারি থেকে গ্রাম-শহরের বিদ্যুৎ বৈষম্য দূর করা এবং অভিন্ন সার্ভিস কোড বাস্তবায়নের দাবিতে আন্দোলন শুরু হয়। বিভিন্ন সময়ে সরকারের সঙ্গে আলোচনা ও কমিটি গঠন হলেও পল্লী বিদ্যুতায়ন বোর্ডের ‘অসহযোগিতার’ কারণে সমাধান হয়নি বলে অভিযোগ সংগঠনের। এর আগে ৩১ আগস্ট থেকে পাঁচ দিনব্যাপী শান্তিপূর্ণ অবস্থান কর্মসূচি...