১২ সেপ্টেম্বর ২০২৫, ১০:৪১ পিএম | আপডেট: ১২ সেপ্টেম্বর ২০২৫, ১০:৪১ পিএম গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার বামনডাঙ্গা রেলওয়ে স্টেশনে একটি যাত্রীবাহী ট্রেনের ইঞ্জিন থেকে বগি বিচ্ছিন্ন হয়ে গেছে। অল্পের জন্য ভয়াবহ দুর্ঘটনার হাত থেকে রক্ষা পেয়েছেন শত শত যাত্রী। শুক্রবার (১২ সেপ্টেম্বর) সন্ধ্যায় বামনডাঙ্গা রেলওয়ে স্টেশনে এ ঘটনা ঘটে। জানা গেছে, সন্ধ্যা ৬টা ১৮ মিনিটে ঢাকা থেকে ছেড়ে আসা বুড়িমারী এক্সপ্রেস ট্রেনটি বামনডাঙ্গা রেলওয়ে স্টেশনে যাত্রাবিরতি করে। বিরতির পর ট্রেনটি ছেড়ে দেওয়ার সময় হঠাৎ বিকট শব্দে ক এবং খ বগি এবং ট ও ঠ বগির সংযোগের দুই প্রান্তে হুক ছিঁড়ে ভেঙে যায়। এ কারণে ট্রেনটি সেখানেই দাঁড়িয়ে থাকে। তবে এ ঘটনায় কেউ হতাহতের খবর পাওয়া যায়নি। বিষয়টি নিশ্চিত করে বামনডাঙ্গা রেলওয়ে স্টেশন মাস্টার হাইয়ুল মিয়া বলেন, এ ঘটনায় কোনো হতাহতের ঘটনা...