নিজ জেলা পাবনায় চিরনিদ্রায় শায়িত হলেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের চারুকলা বিভাগের সহকারী অধ্যাপক জান্নাতুল ফেরদৌস মৌমিতা। শুক্রবার (১২ সেপ্টেম্বর) রাত সাড়ে ৮টায় পাবনা শহরের কাচারিপাড়া জামে মসজিদে দ্বিতীয় জানাজা শেষে রাত সোয়া ৯টায় আরিফপুর কবরস্থানে তাকে দাফন করা হয়।আরো পড়ুন:রাঙামাটিতে জলাবদ্ধ পানিতে ডুবে স্কুলছাত্রের মৃত্যুদক্ষিণ আফ্রিকায় নিখোঁজ বাংলাদেশির মরদেহ মিলল নিজ দোকানের ফ্রিজে দক্ষিণ আফ্রিকায় নিখোঁজ বাংলাদেশির মরদেহ মিলল নিজ দোকানের ফ্রিজে এর আগে, সন্ধ্যা ৭টা ৪০ মিনিটে তার মরদেহ বহনকারী অ্যাম্বুলেন্স বাড়িতে পৌঁছায়। এ সময় শোকের ছায়া নেমে আসে। কান্নায় ভেঙে পড়েন মা-বাবা ও আত্মীয় স্বজন। পারিবারিক সূত্র জানায়, চলতি বছরের জানুয়ারিতে পারিবারিকভাবে বিয়ে রেজিস্ট্রি হয়েছিল জান্নাতুল ফেরদৌস মৌমিতার। পরিবারের আশা ছিল, একমাত্র মেয়েকে জাঁকজমকপূর্ণ আয়োজনের মাধ্যমে শ্বশুরবাড়িতে পাঠাবে। কিন্তু, তা আর হলো না। মাত্র ৩০ বছর বয়সেই না ফেরার...