জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (জাকসু) নির্বাচনের ফল প্রকাশে ধীরগতিকে ‘ষড়যন্ত্র’ হিসেবে দেখছে ইসলামি ছাত্রশিবির সমর্থিত সমন্বিত শিক্ষার্থী জোট। তাদের অভিযোগ, নির্বাচনের স্বচ্ছতা প্রশ্নবিদ্ধ করার চেষ্টা চলছে। শুক্রবার (১২ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৫টার দিকে বিশ্ববিদ্যালয়ের জাকসু নির্বাচন কমিশন কার্যালয়ের সামনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ অভিযোগ করেন প্যানেলের জিএস পদপ্রার্থী মাজহারুল ইসলাম। তিনি বলেন, আজকের নির্বাচন বানচাল করার কোনো অপপ্রয়াস সফল হতে দেওয়া হবে না। আমরা এখানে সর্বোচ্চ অবস্থান নেবো। কেউ যদি নির্বাচন বানচাল করতে চায় তবে তাকে এই ক্যাম্পাস থেকেই প্রতিহত করা হবে। প্রশাসনের প্রতি আহ্বান জানিয়ে মাজহারুল আরও বলেন, আমরা চাই প্রশাসন আন্তরিকতার সঙ্গে ভোট গণনার কার্যক্রম দ্রুত শেষ করুক। প্রয়োজনে আমরা সহযোগিতা করতে প্রস্তুত। কিন্তু কোনো প্রকার ষড়যন্ত্র, দলীয় এজেন্ডা কিংবা মতাদর্শের প্রভাব বাস্তবায়ন করতে দেওয়া হবে...