সরকারি মাধ্যমিক বিদ্যালয়ে শিক্ষক নিয়োগের এন্ট্রি পদ ৯ম গ্রেড করার দাবি জানিয়েছেন শিক্ষকরা। আগামী ২৪ সেপ্টেম্বর থেকে পরবর্তী ২১ কর্মদিবসের মধ্যে দাবিগুলো নিয়ে সরকারের ইতিবাচক সাড়া না মিললে মহাসমাবেশের আয়োজন করবেন বলে জানিয়েছেন তারা। শুক্রবার ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে এক সংবাদ সম্মেলনে এই দাবি জানান শিক্ষকরা। ‘সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের এন্ট্রিপদ নবম গ্রেড ধরে চারস্তরীয় একাডেমিক পদসোপান বাস্তবায়ন পরিষদ’ এই সংবাদ সম্মেলনের আয়োজন করে। এতে সভাপতিত্ব করেন বাস্তবায়ন পরিষদের সভাপতি আবুল কালাম আজাদ। প্রবন্ধ উপস্থাপন করেন ঢাকা কলেজিয়েট স্কুলের সহকারী শিক্ষক আব্দুল মুবিন। দেশের বিভিন্ন সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের শতাধিক শিক্ষক এ সময় উপস্থিত ছিলেন। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে বলা হয়, ১৯৯০ সালের আগে সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক ও পিটিআই ইন্সট্রাকটর একই সার্কুলারে নিয়োগ ও পারস্পরিক বদলি হতে পারতেন। ১৯৯০ সালে টিইও...