পাকিস্তানের প্রেসিডেন্ট আসিফ আলি জারদারি ১০ দিনের সরকারি সফরে চীনে পৌঁছেছেন। শুক্রবার তিনি সিচুয়ান প্রদেশের চেংদু শহরে পৌঁছালে চীনের উপ-পররাষ্ট্রমন্ত্রী সান ওয়েইডং ও প্রাদেশিক সহ-গভর্নর হুয়াং রুইশুয়ে তাকে স্বাগত জানান। শুক্রবার (১২ সেপ্টেম্বর) এক প্রতিবেদনে এ খবর দিয়েছে জিও টিভি। জারদারির সচিবালয়ের এক বিবৃতিতে জানানো হয়েছে, এ সফরে জারদারি চীনের শীর্ষ নেতৃত্বের সঙ্গে দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদার, বিশেষ করে চীন-পাকিস্তান অর্থনৈতিক করিডোর (সিপিইসি), বাণিজ্য ও বিনিয়োগ সহযোগিতা বিষয়ে আলোচনা করবেন। আরও পড়ুনআরও পড়ুন‘ভারত-পাকিস্তানের সম্পর্কের আরও উন্নতি হওয়া জরুরি’ চীন সফরের অংশ হিসেবে তিনি চেংদু, সাংহাই ও শিনজিয়াং উইঘুর স্বায়ত্তশাসিত অঞ্চল সফর করবেন এবং বিভিন্ন প্রাদেশিক নেতাদের সঙ্গেও বৈঠক করবেন। পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, এ সফর দুই দেশের সর্বাত্মক কৌশলগত অংশীদারিত্বকে আরও দৃঢ় করবে। একই সঙ্গে এটি আঞ্চলিক শান্তি, উন্নয়ন ও স্থিতিশীলতার...