হ্যামস্ট্রিংয়ের চোটের সঙ্গে লড়াই চলছে লিয়াম ডেলাপের। চলতি বছর তার মাঠে ফেরার সম্ভাবনা ঝুলছে অনিশ্চয়তার সুতোয়। চেলসি কোচ এন্টসো মারেস্কা বলেছেন, ১০ থেকে ১২ সপ্তাহ মাঠের বাইরে থাকতে হতে পারে এই ফরোয়ার্ডকে। আন্তর্জাতিক ফুটবলের বিরতির আগে চেলসির সবশেষ ম্যাচে এই চোট পান ২২ বছর বয়সী ডেলাপ। ফুলহ্যামের বিপক্ষে ২-০ গোলে জেতা ওই ম্যাচে ১৪ মিনিটে খেলে মাঠ ছাড়তে হয় ইংলিশ এই ফুটবলারকে। বিরতি শেষে পুনরায় শনিবার মাঠে নামবে চেলসি। লিগ ম্যাচে ব্রেন্টফোর্ডের মুখোমুখি হবে তারা। আগের দিন সংবাদ সম্মেলনে ডেলাপের চোটের অবস্থা তুলে ধরেন মারেস্কা। “আমার মনে হয়, তাকে প্রায় ১০ থেকে ১২ সপ্তাহ মাঠের বাইরে থাকতে হবে। তাই (ফিরতে) এখনও অনেকটা সময় বাকি।” ইপ্সউইচ টাউন থেকে গত জুনে ৩ কোটি পাউন্ডে ডেলাপকে দলে টানে চেলসি। মৌসুমে এখন পর্যন্ত দলটির...