ফিলিস্তিনের জনগণের ওপর চলমান আগ্রাসন ও নিপীড়ন বন্ধে ইসরায়েলের ওপর চাপ বাড়াতে আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। শুক্রবার নিজের ফেইসবুক পেইজে দেওয়া এক পোস্টে এ আহ্বান জানানোর পাশাপাশি ফিলিস্তিনের পশ্চিম তীরে ইসরায়েলের বসতি সম্প্রসারণ পরিকল্পনার নিন্দা জানান তিনি। ২০২৩ সালের অক্টোবরে ইসরায়েলে ঢুকে হামাসের হামলা ও জিম্মি করার জেরে ফিলিস্তিনের গাজায় আগ্রাসন শুরু করে দেশটি। হামলা চালাচ্ছে পশ্চিম তীরেও। সেখানে বসতি সম্প্রসারণের হুমকির মুখে ফিলিস্তিনের মানুষ। ফিলিস্তিন ছাড়াও লেবানন, ইয়েমেন, সিরিয়া, ইরান ও কাতারে করেছে ইসরায়েল। ফেইসবুকে তারেক রহমান লিখেছেন, “বিশ্ব সম্প্রদায় যেন আন্তর্জাতিক বিচার আদালতকে বলে যে, তারা যেন ফিলিস্তিনিদের ভয়াবহ দমন-পীড়নের শিকার হওয়ার এই সময়ে আর দেরি না করে স্পষ্টভাবে ঘোষণা করে, গাজায় ইসরায়েলি সরকার একটি গণহত্যা চালাচ্ছে।” তিনি বলেন, “সম্প্রতি দখলকৃত পশ্চিম...