১২ সেপ্টেম্বর ২০২৫, ০৯:৫৩ পিএম | আপডেট: ১২ সেপ্টেম্বর ২০২৫, ০৯:৫৩ পিএম শুক্রবার ছিল কক্সবাজারে ডিসি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট এর ফাইনাল খেলা। এই ম্যাচকে কেন্দ্র করে আইনশৃঙ্খলা বাহিনী ও দর্শকদের মধ্যে তুমুল সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে কক্সবাজার সদরের উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) নিলুফা ইয়াসমিন, একাধিক সাংবাদিকসহ অন্তত ৫০ জন আহত হয়েছেন। শুক্রবার (১২ সেপ্টেম্বর) বিকেলে অনুষ্ঠাতব্য ফাইনাল ম্যাচে রামু ও টেকনাফ উপজেলা ফুটবল দল মুখোমুখি হওয়ার কথা ছিল। কিন্তু অতিরিক্ত দর্শকচাপ, সংঘর্ষ, অগ্নিসংযোগ এবং ভাঙচুরের কারণে ম্যাচটি স্থগিত ঘোষণা করে আয়োজক কমিটি। অভিযোগ উঠেছে ১০ হাজার ধারণ ক্ষমতার স্টেডিয়ামে টিকিট বিক্রি করা হয় প্রায় ৫০ হাজারের বেশি। এতে দর্শক উপস্থিতি সামলাতে না পেরে গেইট ভেঙ্গে হাজারো দর্শক চলে যায় মাঠে। বিকেল ৪টার পরে গ্যালারি উপচে দর্শকরা মাঠে নেমে পড়েন এবং...