১২ সেপ্টেম্বর ২০২৫, ০৯:৫৪ পিএম | আপডেট: ১২ সেপ্টেম্বর ২০২৫, ০৯:৫৬ পিএম বিদেশি চলচ্চিত্র ও টিভি ড্রামা দেখা এবং শেয়ার করায় মৃত্যুদণ্ড দেয় উত্তর কোরিয়া। সম্প্রতি জাতিসংঘের মানবাধিকার এক রিপোর্টে উঠে এসেছে এ তথ্য। এতে বলা হয়, গত এক দশকে দেশটির রাষ্ট্রযন্ত্র নাগরিকদের জীবনের প্রতিটি দিকের উপর নিয়ন্ত্রণ আরও কঠোর করেছে। যা বর্তমান পৃথিবীতে নজিরবিহীন ঘটনা বলে উল্লেখ করেছে ওই রিপোর্ট। জাতিসংঘের মানবাধিকার হাইকমিশনার ভলকার তুর্ক বলেন, এই অবস্থা চলতে থাকলে উত্তর কোরিয়ার জনগণ আরও নিপীড়ন, ভয় ও দুঃসহ জীবনের শিকার হবে। -বিবিসি এতে বলা হয়, প্রতিবেদনটি গত ১০ বছরে দেশটি থেকে পালিয়ে আসা ৩০০ জনের বেশি মানুষের সাক্ষাৎকারের ভিত্তিতে তৈরি করা হয়েছে। এতে দেখা গেছেÑ ২০১৫ সাল থেকে অন্তত ছয়টি নতুন আইন কার্যকর করা হয়েছে, যার আওতায় এসব মৃত্যুদণ্ড...