বিএনপির ভাইস চেয়ারম্যান আবদুল আউয়াল মিন্টু বলেছেন, ফেনীর সন্তান হলেন তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। বেগম জিয়ার জন্যই আমরা ফেনীবাসী গর্ববোধ করি। বেগম খালেদা জিয়ার জন্যই ফেনী কিন্তু অনেক এগিয়ে গিয়েছিল।শুক্রবার (১২ সেপ্টেম্বর) বিকেলে ফেনীর শিল্পকলা একাডেমিতে আলোকিত ফেনী বৃত্তি পরীক্ষা-২০২৪ এর বৃত্তিপ্রাপ্ত কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।মিন্টু বলেন, শিক্ষা জীবন অনেক গুরুত্বপূর্ণ। এ সময়ে নিজেকে আলোকিত মানুষ হিসেবে গড়ে তুলতে হবে। এখন সমাজ পরিবর্তন হচ্ছে, এর সঙ্গে চিন্তাধারার পরিবর্তন হচ্ছে। এ ক্ষেত্রে সন্তানকে আদর্শ মানুষ হিসেবে গড়ে তোলার জন্য বাবা-মাকে দায়িত্ব পালন করতে হবে। সমাজের সবাই মিলে সামাজিক পরিবর্তন আনতে হবে। সামাজিক সব বৈষম্য দূর করে মেধার বিকাশ ঘটাতে হবে।বিশিষ্ট শিক্ষাবিদ প্রফেসর তায়বুল হকের সভাপতিত্বে ও আবৃত্তিকার...