জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (জাকসু) ও হল সংসদ নির্বাচনের ভোট গণনা শেষে আজ শুক্রবার (১২ সেপ্টেম্বর) রাতের মধ্যেই ফলাফল ঘোষণা করতে পারবেন বলে আশা প্রকাশ করেছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) অধ্যাপক মো. মনিরুজ্জামান। আজ শুক্রবার সন্ধ্যা সাড়ে সাতটার দিকে বিশ্ববিদ্যালয়ের সিনেট হলে নির্বাচন কমিশন কার্যালয়ের সামনে এক প্রেস ব্রিফিংয়ে এ কথা বলেন মো. মনিরুজ্জামান। অধ্যাপক মো. মনিরুজ্জামান বলেন, ‘আমরা প্রয়োজনীয় প্রস্তুতি শেষ করে ভোট গণনা শুরু করেছি। ভোট গণনা শুরুর পর থেকে সেটা অবিরত চলমান ছিল। দুর্ভাগ্যজনকভাবে আজ সকাল ৯টার দিকে আমাদের এক প্রিয় সহকর্মী ও পোলিং অফিসার ভোট গণনা কক্ষের কাছাকাছি এসে হার্ট অ্যাটাক করে মারা যান। হার্ট অ্যাটাকের পর তাকে দ্রুত এনাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন (ইন্না লিল্লাহি ওয়া...