চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ঝুপড়ি (দোকান), হলের করিডর কিংবা স্টেশনের আড্ডা। কয়েক দশক কিংবা বছর আগের সেই স্মৃতি আবারও ভেসে উঠল সাবেক শিক্ষার্থীদের মনে। একসময়ের সহপাঠীদের কাছে পেয়ে স্মৃতির ঝাঁপি খুলে বসলেন তারা। শুক্রবার (১২ সেপ্টেম্বর) বিকেলে নগরীর জিইসি কনভেনশন সেন্টারে এ পুনর্মিলনীর আয়োজন করে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশন। এতে একত্রিত হন প্রায় ৪ হাজার প্রাক্তন শিক্ষার্থী। বেলুন ও পায়রা উড়িয়ে অনুষ্ঠান উদ্বোধন করেন অ্যাসোসিয়েশনের অ্যাডহক কমিটির আহ্বায়ক মোহাম্মদ আসলাম চৌধুরী। অনুষ্ঠানে বিশেষ সম্মান জানানো হয় জুলাই আন্দোলনের শহীদ পরিবারের সদস্যদের। স্মরণ করা হয় সব শহীদকে। পুনর্মিলনীটি হয়ে উঠেছিল অতীত আর বর্তমানের এক মেলবন্ধন। নানা বয়সী প্রাক্তনেরা খুঁজে নিলেন পুরোনো সহপাঠীদের। বিস্ময়ে তাকালেন পরস্পরের দিকে। অ্যালামনাই অ্যাসোসিয়েশনের আহ্বায়ক আসলাম বলেন, এ পুনর্মিলনী কেবল স্মৃতিচারণ নয়, বরং প্রাক্তনদের ভ্রাতৃত্ববোধ ও পারস্পরিক সহযোগিতার নতুন...