সিলেটে দলদলি চা বাগানে এক্স নটরডেমিয়ান্স ওয়েলফেয়ার ফাউন্ডেশন, জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট ও হাসপাতালের উদ্যোগে হেলথ ক্যাম্প এবং সিপিআর প্রোগ্রাম অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার চা শ্রমিকদের ওই সেবা ক্যাম্পে বাত-ব্যথা, ফিজিওথেরাপি, মহিলা রোগ, মেডিসিন ও হৃদরোগ বিশেষজ্ঞরা দিনব্যাপী দুই শতাধিক রোগী দেখেন। পাশাপাশি রোগীদের ব্লাড সুগার, ইসিজি পরীক্ষাসহ প্রয়োজনীয় ওষুধ ও চিকিৎসা উপকরণ দেওয়া হয়। এছাড়া হঠাৎ কারো হৃদক্রিয়া বন্ধ হয়ে গেলে জীবন বাঁচাতে তাৎক্ষণিকভাবে করণীয় নিয়ে চা বাগানের বিভিন্ন পর্যায়ের জনবলকে সিপিআর প্রশিক্ষণ দেওয়া হয়। অনুষ্ঠানটি উদ্বোধন করেন জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটের বিশেষজ্ঞ অধ্যাপক ডা. তৌফিকুর রহমান। এ সময় উপস্থিত ছিলেন কার্ডিওলজিস্ট ও মেডিসিন বিশেষজ্ঞ ডা. শাকিল আরিফ চৌধুরী, স্ত্রীরোগ বিশেষজ্ঞ অধ্যাপক ডা. আব্দুল হাদি, সিলেট জালালাবাদ প্রতিবন্ধী হাসপাতালের ডা. সাইদুর রহমান, ডা. আল মামুন ওর রশিদ, সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের ডিন অধ্যাপক...