কক্সবাজারের জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল ম্যাচে দর্শক ও আইনশৃঙ্খলা বাহিনীর মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে কক্সবাজার সদরের ইউএনও নিলুফা ইয়াসমিনসহ অন্তত ২০ জন আহত হয়েছেন। শুক্রবার (১২ সেপ্টেম্বর) বিকালে বীরশ্রেষ্ঠ রুহুল আমিন স্টেডিয়ামে রামু ও টেকনাফ উপজেলার ফাইনাল ম্যাচে এ ঘটনা ঘটে। জানা যায়, গ্যালারি-মাঠ দখল, টিকিট কেলেঙ্কারি, আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে সংঘর্ষ, ভাঙচুর ও ইটপাটকেল নিক্ষেপে গোটা আয়োজন এক রণক্ষেত্রে পরিণত হয়। ম্যাচ শুরু হওয়ার কথা ছিল বিকাল ৩টায়। কিন্তু দুপুর গড়াতেই স্টেডিয়াম দর্শকে কানায় কানায় পূর্ণ হয়ে যায়। ওই স্টেডিয়ামের ধারণক্ষমতা মাত্র ৮ হাজার। সেখানে ঢুকে পড়েন আনুমানিক ৫০ থেকে ৬০ হাজার দর্শক। গ্যালারিতে জায়গা না পেয়ে উত্তেজিত দর্শকরা গেট ভেঙে একের পর এক স্টেডিয়ামে প্রবেশ করেন। দর্শকদের অভিযোগ, নির্ধারিত টিকিটের মূল্য ছিল ৫০ টাকা। তবে অনেক...