ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মা প্রয়াত হীরাবেন মোদীকে নিয়ে একটি এআই ভিডিও ঘিরে কংগ্রেস পার্টি ও ভারতীয় জনতা পার্টির (বিজেপি) মধ্যে বিতর্ক তুঙ্গে উঠেছে। শুক্রবার কংগ্রেস ও বিজেপি নেতারা পাল্টাপাল্টি বক্তব্য দিয়ে বিরোধে জড়িয়েছেন বলে জানিয়েছে ভারতীয় পত্রিকা এনডিটিভি। কংগ্রেস দ্বিগুণ গলা চড়িয়ে বলেছে, ভিডিওতে দেখানো হয়েছে, মা কীভাবে সন্তানকে জীবনের পাঠ পড়ান। এতে কাউকে অসম্মান করা হয়নি। কংগ্রেস নেতা পবন খেরা বলেন, “সন্তানকে শিক্ষা দেওয়া প্রত্যেক বাবা-মায়ের কর্তব্য। তিনি (প্রধানমন্ত্রীর প্রয়াত মা হীরাবেন মোদী) এখানে (ভিডিওতে) কেবল তার সন্তানকে শিক্ষা দিচ্ছেন। যদি সন্তান মনে করে সেটি তার অপমান। তাহলে সেটা তার সমস্যা।” এর আগে বিজেপি শিবির থেকে এই ভিডিও নিয়ে কংগ্রেসের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করা হয়েছিল। ভিডিওটি এক্স হ্যান্ডেলে পোস্ট করা হয়েছিল বিহার রাজ্যের কংগ্রেস পার্টির পক্ষ থেকে। ভিডিওতে...