১২ সেপ্টেম্বর ২০২৫, ০৯:৪১ পিএম | আপডেট: ১২ সেপ্টেম্বর ২০২৫, ০৯:৪১ পিএম নেপালে সদ্য ক্ষমতাচ্যুত কেপি শর্মা ওলি সরকারের বিরুদ্ধে চলমান অস্থিরতার দিকে দৃষ্টি আকর্ষণ করে ভারতের সমাজবাদী পার্টির (এসপি) প্রধান অখিলেশ যাদব সতর্ক করেছেন, 'ভোট চুরি' যদি দেশে চলতে থাকে তবে ভারতেও একই ধরনের ঘটনা ঘটতে পারে। শুক্রবার লখনউতে একটি সংবাদ সম্মেলনে যাদব নেপালের বর্তমান রাজনৈতিক অস্থিরতার কথা উল্লেখ করেন, যেখানে ব্যাপক সহিংস বিক্ষোভের ফলে ৫০ জনের বেশি মানুষের মৃত্যু হয়েছে এবং সরকারি সম্পত্তির ব্যাপক ক্ষতি হয়েছে। সহিংস দুর্নীতিবিরোধী বিক্ষোভের মুখে শীর্ষ নেপালি নেতারা পদত্যাগে বাধ্য হন এবং শাসন ব্যবস্থা পরিবর্তনের দিকে ধাবিত হয়। সতর্কতা পুনর্ব্যক্ত করে যাদব বলেন, "যদি এই ধরনের ভোট চুরির ঘটনা ঘটে, তাহলে প্রতিবেশী দেশগুলিতে রাস্তায় দেখা মানুষদের মতো এখানেও তা দেখা যেতে পারে।" ভারতের...