জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জাকসু) ও হল সংসদ নির্বাচনের ভোট গণনা নিয়ে বিভ্রান্ত না হতে শিক্ষার্থী ও সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানিয়েছে নির্বাচন কমিশন। শুক্রবার সন্ধ্যায় নির্বাচন কমিশনের পক্ষ থেকে সদস্যসচিব অধ্যাপক এ কে এম রাশিদুল আলম এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ আহ্বান জানান। ভোট গ্রহণের পর প্রায় ২৪ ঘণ্টা পেরিয়ে গেলেও এখনো জাকসু নির্বাচনের ফলাফল ঘোষণা হয়নি। দ্রুত ফল ঘোষণার দাবিতে শুক্রবার সন্ধ্যার দিকে জাকসুর সিনেট ভবনের সামনে অবস্থান নিয়েছেন সাধারণ শিক্ষার্থীরা। এই অবস্থার মধ্যে এই আহ্বান এল। ভোট গণনা চলমান রয়েছে মন্তব্য করে তিনি বলেন, “বলা প্রয়োজন, ম্যানুয়াল পদ্ধতিতে নির্বাচনের ভোট গণনা করা হচ্ছে।… নিরবচ্ছিন্নভাবে এই গণনা কার্যক্রম শেষ না হওয়া পর্যন্ত চলবে। কমিশন আশা করছে, রাতের মধ্যে ভোট গণনা সম্পন্ন হবে এবং যথারীতি ফলাফল ঘোষণা করা হবে।” এদিন...