১২ সেপ্টেম্বর ২০২৫, ১০:০০ পিএম | আপডেট: ১২ সেপ্টেম্বর ২০২৫, ১০:০০ পিএম কিশোরগঞ্জের তাড়াইলের শ্রমিক কালীপদ সূত্রধরকে (৪২) নির্মমভাবে হত্যার বিচারের দাবিতে বিল্ডিং নির্মাণ শ্রমিকদের মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১২ সেপ্টেম্বর) রাত সাড়ে ৮ টায় তাড়াইল সাব-রেজিস্টার অফিসের সামনের সড়কে তাড়াইল উপজেলা বিল্ডিং নির্মাণ শ্রমিক ইউনিয়নের দ্বিবার্ষিক সম্মেলন উপলক্ষ্যে আলোচনা সভার প্রারম্ভে উক্ত মানববন্ধন ও কালীপদ সূত্রধরের আত্মার শান্তি কামনায় এক মিনিট নিরবতা পালন করা হয়। নিহত কালীপদ চন্দ্র সূত্রধর তাড়াইল-সাচাইল সদর ইউনিয়নের পশ্চিম সাচাইল গ্রামের বাসিন্দা সুধীর চন্দ্র সূত্রধরের ছেলে। কালীপদ সূত্রধরের স্বজনরা জানায়, রবিবার ভোররাতে ইটনা উপজেলার রায়টুটী ইউনিয়নের গোয়ারা ব্রিজ এলাকায় ব্যাটারিচালিত অটোরিকশা ছিনতাই করার সময় ছিনতাইকারীর ছুরিকাঘাতে অটোরিকশা চালক কালীপদ চন্দ্র সূত্রধর গুরুতর জখম হয়। এ ঘটনায় তিনজনকে আটক করে পুলিশে দিয়েছে স্থানীয়রা। আটককৃতরা হচ্ছেন, আশরাফুল...