গত পাঁচ বছর ধরে অভিনয় থেকে দূরে আছেন পপি। ২০২২ সালে চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনে একটি ভিডিও বার্তা দিয়েছিলেন। তবে ছিলেন ধরাছোঁয়ার বাইরে। চলতি বছরের শুরুতে পারিবারিক দ্বন্দ্বের কারণে প্রকাশ্যে আসেন তিনি। জানান, বিয়ে-সন্তান-সংসারের খবর। পপির খোঁজ পাওয়ার পর আটকে থাকা সিনেমা নিয়ে আশা দেখছিলেন নির্মাতারা। তার সঙ্গে যোগাযোগ করে সিনেমার কাজ শেষ করার চিন্তা করছিলেন তারা। তবে তিনি ছিলেন নিশ্চুপ। সিনেমা নিয়ে কোনো কথা বলছিলেন না। সম্প্রতি নীরবতা ভেঙে নিজের শেষ না হওয়া সিনেমা নিয়ে কথা বলেছেন পপি। স্বীকার করেছেন, বেশ কয়েকটি সিনেমা তার জন্য ঝুলে গেছে। এ কারণে নির্মাতাদের কাছে দুঃখ প্রকাশ করে ক্ষমা চেয়েছেন তিনি। গত ১০ সেপ্টেম্বর নিজের জন্মদিনে সংবাদমাধ্যমকে দেয়া এক সাক্ষাৎকারে পপি বলেন, দুটি নয়, আমার আরও কয়েকটি সিনেমা আটকে আছে। সেজন্য মন থেকে...